Tomader Gaan lyrics

            Tomader Gaan lyrics by Aurthohin

Title:Tomader Gaan
Band:Aurthohin

 
যদি দেখো নীল আকাশে একটি পাখি
উড়ছে সঙ্গীহীন
যদি দেখো সবুজ ঘাসে বসে শুধুই
একটি ফড়িং
যদি ভাঙ্গে মনের মাঝের সব
স্বপ্নগুলো
যদি আসে হতাশা এই মনে
তবে শোনো
আয় তোরা আয়
চলি একসাথে
নতুন সুরের ভুবনে
আয় তোরা আয়
গাই একসাথে
সব গান নতুন সুরে
তোরা আয়
আয় তোরা আয়
আয় তোরা আয়
যদি রাতে ঘুম ভেঙ্গে দেখো আকাশে
নেই জোছনা
আয়নার প্রতিচ্ছবিটা যদি লাগে
খুব অচেনা
অশ্রু ভিজে এই গিটারের
তারে যদি জং ধরে
সুখ নামের কাঠের দরজায় যদি
ঘুুন আসে
আয় তোরা আয়
চলি একসাথে
নতুন সুরের ভুবনে
আয় তোরা আয়
গাই একসাথে
সব গান নতুন সুরে
তোরা আয়
আয় তোরা আয়
আয় তোরা আয়
যতই বাঁধা আসুক মোদের এই গানে
চলব মোরা নতুন সুর সাথে নিয়ে
এই যুদ্ধে মোদের জয় হবেই
নতুন দিনের এই মিছিলে
গিটার হাতে তোরা আয়
আয় তোরা আয়
চলি একসাথে
নতুন সুরের ভুবনে
আয় তোরা আয়
গাই একসাথে
সব গান নতুন সুরে
তোরা আয়
চলি একসাথে
নতুন সুরের ভুবনে
আয় তোরা আয়
গাই একসাথে
সব গান নতুন সুরে
তোরা আয়
 

 

Leave a Comment