Teen Deyal lyrics

               Teen Deyal lyrics by Aurthohin

Title:Teen Deyal
Band:Aurthohin

 
তিন দেয়ালে বন্দী তোমার
মৃত স্বপ্নের ভিড়
উদ্ভট শহর তোমার
শুধু পাথর আর ইট
বাক্সবন্দী ঘরে তোমার
ছদ্মবেশী স্বপ্ন সব
ধূলোর আকাশ ঢেকে রাখে
তোমার এই সাজানো শহর
ভিড়ের তলে থাকুক পরে
নিয়ন আলোর বিজ্ঞাপন
নীল আকাশের উদাস বুকে
আবোল তাবোল দৃশ্যায়ন
হাঁটছি আমি ভুলের শহর
ভুলের ক্লান্ত জ্যামিতি
পিছন ফিরে তাকিয়ে দেখি
আমার মতন হাজার আমি
আঁকছি আজ সমকাল
জানালায় নতুন সকাল
ভাঙ্গছি আজ অন্ধকার
তিন দেয়ালের গান আমার
হাঁটছি এই পথ ধরে
ভাবছি আজ পাহাড় হবো
দূরের মিথ্যা আকাশ
হাত বাড়িয়ে ছোঁবই ছোঁব
আমার গানের ভ্রান্ত সুরে
শহর ছেড়ে আমার দলে
ভিড়ের কোরাস আসছে ঘিরে
তোমায় একা পিছনে ফেলে
স্বপ্নের খাতায় জীবনের ছন্দপতন
শহর শুধু ইট পাথর
তিন দেয়াল তোমার ভিতর
হাঁটছি এই পথ ধরে
ভাবছি আজ পাহাড় হবো
আকাশ বাড়িয়ে দাও
সবাই আজ আকাশ ছোঁব
স্বপ্নের খাতায় জীবনের ছন্দপতন
শহর শুধু ইট পাথর
তিন দেয়াল তোমার ভিতর
 

 

Leave a Comment