Bhranto Ami lyrics by Aurthohin
Title:Bhranto Ami
Band:Aurthohin
হাত বাড়িয়ে আকাশ পানে
ছুঁয়ে দেখি স্বর্গটাকে
বন্ধ চোখে অন্ধকারে
ভাবতে থাকি স্বপ্নটাকে
একলা আমি বহুদূরে
স্তব্ধতা আর বিষন্নতায়
ছুটতে থাকি অজানাতে
নতুন কোন সুরের খোঁজে
আঁধার রাতে তারার মত
ছিটকে পড়ে স্বপ্নগুলো
এলোমেলো এদিক সেদিক
ছড়িয়ে থাকে আমার অতীত
ব্যস্ত দিনে দুপুর বেলা
খেলছে সবাই জীবন খেলা
ছোটাছুটি চারিদিকে
মিছেমিছি সারাবেলা
কোন একদিন সকালবেলা
তাকিয়ে দেখি সূর্যটাকে
হঠাৎ করেই কেমন যেন
খুব অচেনা লাগতে থাকে
মনের মাঝে যুদ্ধ চলে
স্বপ্নতে না বাস্তবতায়
আছি আমি কোন জগতে
খুঁজতে গিয়ে ভাবনা হারাই
সবই আমার সুপ্ত মনের ভাবনা
বাস্তবতায় জানি যাবে মিলিয়ে
সবই শুধু ব্যস্ত ধারায় হারিয়ে
ভ্রান্ত আমি তোমাকে না পেয়ে
হৃদয় খুলে গাইব গান
ভাবছি তবু প্রতিদিন
সুর আছে কথা নেই
খুঁজছি কথা রাত্রি দিন
একলা বসে ছাদের ঘরে
হঠাৎ কবি উদাসীন
লিখছি কথা গানের খাতায়
দুঃখ যদি হয় বিলীন
কোন একদিন সকাল বেলা
তাকিয়ে দেখি সূর্যটাকে
হঠাৎ করে কেমন যেন
খুব অচেনা লাগতে থাকে
মনের মাঝে যুদ্ধ চলে
স্বপ্নতে না বাস্তবতায়
আছি আমি কোন জগতে
খুঁজতে গিয়ে ভাবনা হারাই
সবই আমার সুপ্ত মনের ভাবনা
বাস্তবতায় জানি যাবে মিলিয়ে
সবই শুধু ব্যস্ত ধারায় হারিয়ে
ভ্রান্ত আমি তোমাকে না পেয়ে
ও… ভ্রান্ত আমি