Tarchera lyrics by Chirkut
Tarchera lyrics
Title:Tarchera
Band:Chirkut
Band:Chirkut
একে একে হাত তোল
চুপ কেন মুখ খোল, বুকে যত ব্যাথা ভোল
গানে গানে মাথা দোল
তারছেঁড়া কারবার দিনে রাতে বারবার
গোলেমালে মালে গোল, দুধে পানি দইয়ে ঘোল
হো হো হো লাঠিপেটা পেটালাঠি
ভিড় ঠেলে একা হাঁটি, কি নিয়ে যে কে ছোটে
বাকিটুকু কার জোটে, না না না হিসেবটা মেলে না
মাথাটা যে খেলে না, সবকিছু মিলাতে
গান চাই বিলাতে
হো হো হো চোখে ঘুম আসে না
কেউ ভালবাসে না, জীবনের দেনা শোধে
কেউ কারো পাশে না, আহা হা হা বছরের বারো মাস
তার ছেঁড়ে ঠাস ঠাস, কি করি কি করি ওরে
বিরহের চাষবাস
তারছেঁড়া কারবার দিনে রাতে বারবার
গোলেমালে মালে গোল
দুধে পানি দইয়ে ঘোল