Aay Kheye Ne lyrics

Aay Kheye Ne lyrics by Chitkut

Aay Kheye Ne lyrics

Title:Aay Kheye Ne
Band:Chirkut
আল্-কোরআনে খবর এলো
আশিকাত্যা(আশিকানের)
ইশারায়।।
(আয়) খেয়ে নে বেহেশতের
সেই সরাবন তহুরা।।
বেহেশতে যা হয় ব্যবহার
সমাজে তা হল প্রচার।।
আপনি খুলে জান্নাতের
দ্বার।।
খাঁটি মুমিন হয় যারা
(আয়) খেয়ে নে বেহেশতের
সেই সরাবন তহুরা।।
মুমিনদের খেদমতের তরে
(ইশকের) আশকের পেয়ালা
ভরে ।।
অম্রিত প্রানসুধা
ভরে।।
পান করে মাতোয়ারা
(আয়) খেয়ে নে বেহেশতের
সেই সরাবন তহুরা।।
ফকির দরবেশ অলি সাধু
পান করে তার দু এক
বিন্দু।।
ধ্যান করে সে দীনবন্ধু
।।
ছেড়ে বিষয় বাসনা
(আয়) খেয়ে নে বেহেশতের
সেই সরাবন তহুরা।।
রজ্জবে সেই নেশার ঝোঁকে
মুখে আবলতাবল বকে।।
জ্ঞান করে তা জ্ঞানী
লোকে।।
পাগল বলে অজ্ঞানীরা
(আয়) খেয়ে নে বেহেশতের
সেই সরাবন তহুরা।।
আল্-কোরআনে খবর এলো
।।।।।।

Leave a Comment