Ami Boka lyrics by Chirkut
Ami Boka lyrics
Title:Ami Boka
Band:Chirkut
Band:Chirkut
আমার সাইকেলটা ফিরতে চাইছে
বাড়ি
বই,খাতা আর পেনসিল ডাক পারি।
তোমার হাত মাখা ভাত ডাকছে
আমায় রোজ
তুমি আমার সব,তবু তোমার সাথে
আড়ি।।।
আমি বোকা,আমি বোকা,তাই
তোমায় ছেড়ে থাকি
এই লজ্জা বলো হায়,আমি কেমন করে
ঢাকি!!!
আমার একলা আকাশ ফিরতে চায়
বাড়ি
ময়লা কাপড় ধুলোর ছড়াছড়ি
এই পথহারা মন খুঁজতে থাকে তোমায়
ফিরতে ঘরে রোজ আমাকে বোঝায়।
চোরাগলি সুযোগ বুঝে খায় আমাকে
গিলে
অন্ধকারে আলোর রেখা, যায় একটু
করে মিলে।
আমি বোকা,আমি বোকা,তাই
তোমায় ছেড়ে থাকি
এই লজ্জা বলো হায়,আমি কেমন করে
ঢাকি!!!