Shomoyer Srote lyrics by LRB
Title:Shomoyer Srote
Band:LRB
আসলে তো দিন এমনি করেই হারিয়ে যাবে
চিনবে না কেউ জানবে না কেউ কোথায় কবে
ছিলে তুমি ছিলেম আমি সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে।
আসলে তো দিন এমনি ভাবেই হারিয়ে যাবে।।
ঘাসের সঙ্গে ফড়িং গুলো খেলবে ঠিকই
নাচবে যেন এলোমেলো সেই ছোট্ট পাখি
শ্যাওলা গুলো একটু কালো হতেও পারে
বেঞ্চটা থাকবে অনড় ঐ লেকের ধারে।
হয়ত বা দিন এমনি করেই হারিয়ে যাবে
বুঝবনা কেউ খুঁজবো না কেউ কোথায় কবে।।
ছিলে তুমি ছিলেম আমি সকাল-দুপুর সন্ধ্যা-সাঁঝে
আসলে তো দিন এমনি করেই হারিয়ে যাবে।
চেনা পথে কৃষ্ণচোড়ার লাল থাকবে একই সাথে
ধ্রুব তারা আকাশ কোণে দেবে উকি
চায়ের প্রিয় স্টলে হয়ত জ্বলবে গ্যাসের শিখা আজও
কপালে বাড়বে বয়সের বলি লেখা।