Jokhon Kokhono lyrics

Jokhon Kokhono lyrics

Title:Jokhon Kokhono
Band:LRB
যখন কখনও আমি নেই
সাময়ের ব্যাস্ততা ঠিকই আছে
যখন কখনও তুমি নেই
জীবন যেন থেমে থাকা বরফে
যখন তুমি আমি কেউ নেই
পৃথিবী বেঁচে শুধু গতির আবেগেই
যখন অনুভতি সব হারানো
তবুও শব্দহীন হৃদয় থাকে
যখন ঘুম গুলো সব পালানো
স্বপ্ন গুলো ঠিকই জেগে আছে
যখন তাই সুখের রঙধনু জাগে
আঁধার নামে কারও আকাশে
যখন কখনও হয় নতুন প্রেম
পুরোনো ঘৃণাও যেন ফিরে আসে
যখন সবাই শুধু দুঃখে ভাসে
সুখ তখনো জীবনকে ডাকে
যখন তাই সবাই ঘরে ফেরে
কেউ একজন শুধু ঘর ছাড়ে
যখন আমার সবই আছে
তখন আমার কিছু নেই
যখন আমার কিছুই নেই
তখন আমার সবই আছে

 

Leave a Comment