Ruposhi Nagor lyrics

Ruposhi Nagor lyrics by LRB

Title:Ruposhi Nagor
Band:LRB
রূপসী নগর কাঁদে
চিন্তার আকাশে
এলোমেলো সৃত্মি কাঁদে
রাত্রি বিছানাতে
কাঁদে শিহরন
কাঁদে খোলা মন
ভুল বুঝে কাঁদে
সব আয়োজন
কাঁদে সব মুছে যাওয়া
আলপনা গুলো
হয়তবা জীবনেতে
ভুল কিছু ছিল ।
ডাইরির পাতা কাঁদে,
আনমনা বেদনাতে
হিসেবের খাতা হাসে
চোখ ভরা করুনা তে।।
আমার এই কষ্টটা
মনে মনে ছবি আঁকে
ঘটে যাওয়া ঘটনাতে
ভুল বোঝা বুঝি থাকে।
বুক ভরা নিশ্বাসে
হাহাকার মিশে থাকে
প্রতিদিন বিশ্বাসে
হিসেবে তে ভুল থাকে।।
আমআর এই চোখ গুলো
দেখে ছেঁড়া বোধ গুলো
মনে আসে ঘুরে ফিরে
কিছু প্রতিশোধ গুলো।

 

Leave a Comment