Shesh Prohor lyrics

Shesh Prohor Lyrics by Warfaze

Title:Shesh Prohor

Band:warfaze

Album:Moharaj

চোখের জলে ভেসেছে সময়
এখন হারাবার নেই কোন ভয়
সারা আকাশ ভরে গেছে পুর্নিমায়
এখন আমি একাকী, পেছনে ফেলে সব স্মৃতি
শেষবারের মত দেখছি পুর্নিমা
ও ও ও আরতো সময় নাই
ও ও ও আমি মুক্তি পেতে চাই
সময়ের হাত থেকে
ছিল অনেকেই আপন
বুঝিনি ঠিক তখন
মুখোশের আড়ালে, লুকিয়ে সবাই
নিঃশব্দে আর্তনাদ, মনের মাঝে যন্ত্রনা
আকড়ে ছিলাম দুহাতে
ও ও ও আরতো সময় নাই
ও ও ও আমি মুক্তি পেতে চাই
সময়ের হাত থেকে
ও ও ও আরতো সময় নাই,
ও ও ও আমি মুক্তি পেতে চাই
সময়ের হাত থেকে

Leave a Comment