Shopno Tumi Nou lyrics

Shopno Tumi nou lyrics By Warfaze

Title:Shopno Tumi Nou
Band:warfaze
Album:Moharaj
সূর্য যদি ওঠে নাকো আবার
রাত্রি যদি হয় কালো আধাঁর
আশার আলো তবু কেন নিভে বারে বার?
সত্য যদি হয় মিছে আবার
স্মৃতি ছাড়া নেই কিছু আমার
তোমায় আলোকিত মুখে দেখতে চাই আবার
মেঘে ঢাকা কোন সকালে অশ্রু চোখে দিয়েছিলে যে
ভালবাসা শুধু আমাকে স্পন্দন থেমে যাওয়া হৃদয়ে
জানি নাকো জানি নাকো আমি, কেন এমন হয়?
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও
জানি নাকো জানি নাকো আমি, কেন এমন হয়?
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও
থেমে যাওয়া জীবন আজও আমার
দিনের আলোয় স্পষ্ট কালো আধাঁর
তোমায় ছাড়া জীবন আজ অর্থহীন আমার
সত্যি যদি আসতে ফিরে আবার
থাকতে চিরদিনই শুধু আমার
জীবন থেকে কিছু চাওয়া থাকতো না যে আর
যেদিন তুমি আমায় ছেড়েছো, হয়ত সবই ভুলতে পেরেছো
পারিনি কো ভুলতে আমি যে, তোমার সাথে সময়গুলোকে
জানি নাকো জানি নাকো আমি কেনো এমন হয়
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও
জানি নাকো জানি নাকো আমি, কেন এমন হয়?
জানি শুধু স্মৃতিগুলো স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও, স্বপ্ন তুমি নও
স্বপ্ন তুমি নও…
স্বপ্ন তুমি নও…
স্বপ্ন তুমি নও…
স্বপ্ন তুমি নও…
স্বপ্ন তুমি নও…
স্বপ্ন তুমি নও…

Leave a Comment