Shekhano Bornona lyrics

Shekano bornona lyrics by Warfaze

Title:Shekano Bornona
Band:warfaze
Album:Obaak Bhalobasha
 
 
এই তো এই নিঝুম রাতস্বপ্নীল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা
এই তো এই নিঝুম রাত
স্বপ্নীল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা
এই তো এই চেনা পথ
চেনা ঘর আর চেনা রথ
ছকে বাধা নিয়ম
এই পৃথিবী
এই তো আমার ধরন
খুঁজি শুধু কারণ
সুপ্ত আমার এ মন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা

Leave a Comment