Rupali Srote lyrics

Rupali Srote Lyrics by Warfaze

Title:Rupali Srote
Band:warfaze
Album:Oshamajik
 
 
সৃতির মাঝে হারাবো না আমি আর
নতুন আশায় বেধেছি আমি মন আবার
চোখেরই কোনে লুকনো শিশির
নতুন এক আলোয় ভরে যাক
অজানা সুখে রুপালি স্রোতে
ফেরারি সৃতি ভেসে যাক
পুরনো দিন পিছু ফেলে
ভরে যাক আমার এই নতুন পৃথিবী
নতুন আশায়
চোখেরই কোনে লুকনো শিশির
নতুন এক আলোয় ভরে যাক
অজানা সুখে রুপালি স্রোতে
ফেরারি সৃতি ভেসে যাক
হৃদয়ে মায়া ভরা জোয়ারে
ভেসে যেতে চাই আজ অচেনা উল্লাসে
লহরী বেজে উঠুক বন্দরে
সুরভিত হোক মন মায়াবি সুবাসে
পুরনো দিন পিছু ফেলে
ভরে যাক আমার এই নতুন পৃথিবী
নতুন আশায়
সোনালি দিনে না দেখা স্বপ্নে
আমার এই দুচোখ ভরে যাক
অজানা সুখে রুপালি স্রোতে
ফেরারি সৃতি ভেসে যাক
সৃতির মাঝে হারাবো না আমি আর
নতুন আশায় বেধেছি আমি মন আবার
সোনালি দিনে না দেখা স্বপ্নে
আমার এই দুচোখ ভরে যাক
অজানা সুখে রুপালি স্রোতে
ফেরারি সৃতি ভেসে যাক

 

Leave a Comment