Retired Father Lyrics

Retired Father Lyrics by LRB

Title:Retired Father
Band:LRB
পড়ন্ত বিকেলে রোদ তার চোখে
ফেলে আসা জীবনে সৃতি ভরা বুকে
একদা সবকিছু দিয়েছেন করে উজাড়
তিনি আমাদের প্রিয় রিটায়ার্ড ফাদার
রিটায়ার্ড ফাদার।
মাঝে মাঝে ভুল করে অফিসের বাসে চড়ে
চলে যান পুরানো সেই অফিসে
বন্ধুরা কেউ নেই ভুল ভাঙে নিমিষেই
জল ভরে দুচোখের কার্নিশেই
হাসি ব্যথার দেয়া নেয়া
ভালবাসা চাওয়া পাওয়া
এখানেই ছিল কতকাল
ভোর বেলা প্রতিদিনই ছুটে যান মাঠে তিনি
ফিরে পেতে হারানো সেই যৌবন
ওয়াকিং জগিং এ বুকডন চাপিয়ে
কেটে যায় তার বেশ কিছুক্ষণ
কখনও বা বসে বসে
কি যেন কি অভিলাষে
সঙ্গীত শুনে যান রবিদার
পিওনের দেখা পেলে কাছে ডেকে ভাই বলে
অনুরোধে ভরে দিয়ে মনটা
কতদিন হয়ে গেল ফাইল এ জমেছে ধুলো
তবুও পেল না যে পেনশনটা
রাগে ক্ষোভে অভিমানে হতাশাতে
বোঝা টেনে আর চলে না তার পরিবার
বয়সের বলিরেখা কপালের ভাঁজে আঁকা
সবুজ পাতারা খসে পরে যায়
জীবনের দাবী এসে শিশুদের মত হেসে
অবুঝ হৃদয় ঝর তোলে হায়।
কত কথা মনে ভাসে কত আশা অনায়াসে
ঘামে মিশে হয়েছে একাকার।

Leave a Comment