Tomar Chithi lyrics

Tomar Chithi lyrics By LRB

Title:Tomar Chithi
Band:LRB

তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই।

কিযে আছে লেখা ঐ চিঠির বুকে
সেইতো আমি জানতে চাই,
আমার হৃদয় ভাঙার খবর
তোমার কাছ থেকে পেতে চাই।

তাই বুঝি এক অজানা ভয়ে ঐ চিঠি আমি খুলিনি
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই।

ভাবি শুধু এজীবন তুমি বিহীন
কি করে কাটবে আমার এই দিন,
কখনো দরজায় করধ্বনি শুনি
চলতে ফিরে আসে ভাবনা থেকে।

কে ঐ আমার কাছে ভাঙা মন নিয়ে বসে আছে
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই।

দুয়ার খুলে দেখি সমুখে তুমি
চেনা সেই হাসিমুখে
চিরপরিচিত সেই আমার তুমি
মুখ ভার করে বললে আমাকে

“কি হলো তোমার, কেনো তুমি আজও পাওনি”
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
তোমার চিঠি পেয়েছি আজ এখনই।

Leave a Comment