Pension Lyrics by LRB
Title:Pension
Band:LRB
অফিসের দ্বারে দ্বারে দিন প্রতিদিন
মেলে নাকো পেনশন
চলে যায় দিন
এতোগুলো বছরের ফেলে আশা সৃতি
অফিসের ফাইলে ফিতে বন্দি
অসহায় বৃদ্ধের সাধ্য সীমায়
কাটতে চায়না দিন তবু চলে যায় ।
একটি মাত্র ছেলে রঙিন নেশায়
পারেনি ধরতে হাল নিয়ে সংশয়।
একটি মাত্র মেয়ে বড় অভিমানী
প্রেমিকের হাত ছেড়ে করে টিউশানি
বৃদ্ধার চোখে জ্বল ঝরে নিরালায়
পেনশন পরে থাকে দূর অজানায় ।