Protipokkho Lyrics

Title:Protipokkho
Band:Mechanix

Protipokkho Lyrics

ভাঙ্গছি গড়ছি নিজেকে
নিয়ত নিরীক্ষা অন্তরালে
নিজের ভেতরে
ভিন্ন ছায়ায় একই বিন্দু আবার
আয়নায় প্রতিসরিত জেগে থাকে
কে সে!!
এইসব আলো একা
শুধুই ছায়ার খেলা
দিন বদলায় সময়ের ভেতরে
জন্মায় অন্য মুখ
আমার মত প্রতিনিয়ত
মুখের ভীড়ে প্রতিমুখ
শুনেছি শব্দের নিঃশব্দ মৃত্যু
ক্রমশঃ নিরাশ্রয় চোখের ভেতরে চোখ
বহুগামী চোখে দৃশ্যের উৎসব
ভিন্ন শব্দে চেনা উচ্চারিত শোক
এইসব আলোয় দেখা
আমার আমিকে একা
দিন বদলায় সময়ের ভেতরে
জন্মায় অন্য মুখ
আমার মত প্রতিনিয়ত
মুখের ভীড়ে প্রতিমুখ
আমি আমার বিষণ্ণতা
আমার ঘৃণা ক্ষোভ
অন্তজ আগুনে পুড়ে
জেনেছি প্রতিপক্ষ
রোদে ও আগুনে ছায়া
ক্রমশঃ গ্রহণের মতো
অনন্ত অনাদি গ্রাসে
রেখেছে আমার জন্ম

Leave a Comment