Title:Bishshoy
Band:Mechanix
Band:Mechanix
Bishshoy lyrics
বিস্ময়
আমার ক্লান্ত চোখ ভেজা,
পাতার ঘামের মতো,
ডুবে যায় এইসব চোখ,
ভেজা উষ্ণ ডানা,
স্পর্শে ডুবে থাকে,
যেনো নীল ঢেউয়ে
জ্বলে ওঠে এমন বিস্ময়,
তোমরা বলেছো বিস্মৃতি
অথচ জীবন আঁকড়ে
জেগে থাকে কি
স্মৃতি বাজে নিরব স্বরে……
তোমাদের হাতের ছায়ায়
উড়ে আসা শীতের যৌবন,
এইযে যুগল হাত
বিষণ্ণ দিনের মতো
স্পর্শে ডুবে থাকে
জ্বলে ওঠে এমন বিস্ময়