Oporajeyo lyrics

Title:Oporajeyo
Band:Mechanix

Oporajeyo lyrics

অপরাজেয়
পরাহত শব্দের ভূমিকায়
একা দাড়িয়ে সবুজ
তোমাদের আহত নতমুখ
রাতের শব্দ আর ঘুম
তোমাদের যুবক স্বপ্ন
নিঃস্ব মেঘ ধুলোর প্রাসাদ
ঘুণে ধরা নষ্টালজিয়া
দুঃস্বপ্ন নির্জীববোধ
অনিত্য বাস্তবতা আঁকড়ে
তোমাদের ঝড়ো দিন
নিয়ন আলোয় মৃত রাজধানী
ক্ষুব্ধ পরিব্রাজক আমি
বিজ্ঞাপিত অপরাজেয় নই আমি অপরাজেয়
মর্মে মর্মে স্বত্তায় অনুরনে অপরাজেয়
পরাহত শব্দের ভূমিকায়
একা দাড়িয়ে সবুজ
তোমাদের আহত নতমুখ
রাতের শব্দ আর ঘুম
তোমাদের যুবক স্বপ্ন
নিঃস্ব মেঘ ধুলোর প্রাসাদ
যুদ্ধ শেষে বিদিত আঁধার
ধ্বংস ক্ষতো বিবেক অতীত
অজ্ঞাত তোমাদের শ্রান্তির ঘরে
রুদ্ধ আলোর মশাল
আগামীর খোলা অস্ত্র হাতে
আমি অপরাজেয়……
বিজ্ঞাপিত অপরাজেয় নই আমি অপরাজেয়
মর্মে মর্মে স্বত্তায় অনুরনে অপরাজেয়

Leave a Comment