Title:Potaka
Band:Mechanix
Band:Mechanix
Potaka lyrics
পতাকা
ঋতুর গোপন মুকুল
সেও ভিজুক, সুন্দর
তুমি ঝ’ড়ে আছো
পাতায় পাতায়, জল
খুলে গ্যাছে ওখানেও
হাজার দুয়ার, ঢেউ
যুদ্ধ ঝড় আলোড়িত
জ্বলে ওঠে তবুও বিজয়
দিগন্ত ছুঁয়ে ধানের
ঢেউ মাঠের প্রান্তে নীল জল
মেঘে জাগে নবীন
বর্ষা সজল উঠোনে,
শরৎ নামে
তবুও মুখর হেমন্তে
স্বছ মুখের ছবি
বসন্ত ভোরে
আমি সে আলোয়
আলোকিত সবুজ কৃষ্ণ-চূড়ার রঙে
দীপ্ত ঠিকানা