Title:Grihopalito Shobbhota
Band:Mechanix
Grihopalito Shobbhota Lyric
গৃহপালিত সভ্যতা
দুশো বছরের পরাধীন সত্ত্বায়
নয় মাসের গৌরব আমাদের
দাশত্ত্বের গ্লানি আর
মুছে যাওয়া ভাষার
ঠোঁটে শব্দের প্রাণ
রক্তে ঢেউয়ের চিহ্ন বায়ান্ন
ধর্ম বর্ণ গোত্র মিশে একাকার
আমাদের রাজনীতি
গণতন্ত্রের ধারনায়
ক্ষমতার ধ¦যাধারীরা আবার
অত:পর গৃহপালিত সভ্যতা
হাল্কা আলোর বিনোদন
ভীষন উল্লাস
বিকশিত ইতিহাস
জেগে উঠছে হায়না
আমাদের গৃহপালিত সভ্যতা