Oshomo Lyrics

Oshomo Lyrics by Icons

Oshomo Lyrics

Title:Oshomo 
Band:Icons
মগ্নতার ভেতর খুঁজে যাবে
অসত্যকে জানবে আমার
অন্যরকম কেনো সবকিছু
অন্যরকম কেনো
অবিরত মিশ্রিত হতে হয়
প্রশ্ন থেকে যাবে আমার
অবিরত মিশ্রিত হতে হয়
প্রশ্ন থেকে যাবে আমার
রাতের কথা ভেবে ভেবে
সাধ্যমত দিনে অবসান
সবাই পেয়ে যাবে সবকিছু
আমার শুধু শুন্যতা
অবিরত মিশ্রিত হতে হয়
প্রশ্ন থেকে যাবে আমার
অবিরত মিশ্রিত হতে হয়
প্রশ্ন থেকে যাবে আমার
মৃত এই হৃদয়ের কাছে
অনুভুতি প্রার্থনা
সমতায় যেন সমাপ্তি হয়
অবিরত মিশ্রিত হতে হয়
প্রশ্ন থেকে যাবে আমার
অবিরত মিশ্রিত হতে হয়
প্রশ্ন থেকে যাবে আমার
অবিরত মিশ্রিত হতে হয়
প্রশ্ন থেকে যাবে আমার

Leave a Comment