Emonti Hole Lyrics By LRB
Title:Emonti Hole
Band:LRB
এমনটি হলে কেমন হয়
এদেশে ট্র্যাফিক জ্যাম নেই
অফিস পাড়ায় কোন ঘুষ নেই
এমনটি হলে কেমন হয়
পেপারে খুনের ছবি নেই
ট্র্যাক চাপা পড়ার খবর নেই
এমনটি হলে কেমন হয়
বিয়েতে কোন যৌতুক নেই
সংসারে কোন দুঃখ নেই
এমনটি হলে কেমন হয়
প্রেমে কোন বিচ্ছেদ নেই
হারানোর কোন ভয় নেই
এমনটি হলে কেমন হয়
শোষণ নেই, গ্লানি নেই,
ঘৃনা নেই, হিংসা নেই,
বাধা নেই!
মিথ্যা নেই, অন্যায় নেই
অবিচার নেই,
মানুষে মানুষে কোন যুদ্ধ নেই!
সৎ কাজে কোন বাধা নেই
না খেয়ে মরে যাবো দুঃখ নেই