Hawar Naamey lyrics

Title:Hawar Naamey
Band:Mechanix

Hawar Naamey lyrics

আলো দেখে কেমন আঁকড়ে ধরি,
তুমিতো সেই জলের ঈশ্বরী,
ডাকতে পাবো হাওয়ার নাম ধরে,
উড়তে থাকা পাতা, সংগোপনে
যখন তোমার গায়ে হাওয়ার জল,
উড়নচন্ডী একলা পাতার দল,
নিয়ন এবং আলোর অশ্রুপাত,
সহজ জলে ভিজতে থাকা একা,
হাওয়ার নামে তোমার সাথে দেখা,
ঘাসের সাথে কাঁদছে অন্ধরাত,
আমার জন্যে একলা থাকাই শ্রেয়,
তুমি বললে শুনছো হাওয়ার ডাক,
হাওয়া মানে তোমারই নামে নিরব,
ডুবতে থাকা
হাওয়া মানে তোমারই নামে নিরব
শুন্যে চোখ রাখা,
নিয়ন এবং পাতার পথে
আসতে পারো
একলা থাকা
ডুবতে থাকা

Leave a Comment