Onno Bhubon Lyrics

Title:Onno Bhuban
Band:warfaze
Album:Obaak Bhalobasha
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
পৃথিবী যেনো সাজানো এলোমেলো
কালবৈশাখীর উন্মাদ দাপটে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়    ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
স্বপ্নই যেন কেমন প্রবল বাস্তব
শকুনের বাজে দৃষ্টি
নেকড়ের গর্জনে
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয়    ভেঙ্গে দেয় স্বপ্ন
নিঃশ্বাসে আমার আতঙ্কের ছোঁয়া
হৃদপিন্ড আমার ছিটকে যেনো বেরোয়
ঘামে ভেজা শরীর বড় ক্লান্ত
বিশ্বাস না হয় বাইরে শুনশান সুন্দর পৃথিবী
ঝিঝির মায়াবী ডাক পূর্নিমা আকাশে
জানালা ভেঙ্গে আমার ঘরে উল্লাস হাওয়ার
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট, প্রবল বাস্তব
বিছানা জুড়ে আমার এই ছায়া
বড় স্পষ্ট, প্রবল বাস্তব
স্বপ্ন যেন কেমন প্রবল বাস্তব
তবে কি এ বাস্তব কারো কোন স্বপ্ন
তবে কি আমি কারো ছায়া?

Leave a Comment