Ondho Jibon Lyrics
Title:Ondho Jibon
Band:warfaze
Album:Obaak Bhalobasha
Band:warfaze
Album:Obaak Bhalobasha
অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারি চলন
চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন
ভঙ্গুর ঘরে তোমার সুখের যাপন
ছিন্ন বস্ত্র তোমার গায়ের পরন
চলার পথে তোমার হাজার মরণ
পুরনো বিশ্বাসে নিমগ্ন তোমার এ মন
মনের দৃষ্টি যদি দীপ জ্বেলে না যায়
তোমার ঐ ঘুমে যদি জেগে উঠা না আসে
বিষন্ন মরন
অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
তোমার নিজের ঝর্নাতে
মিষ্টি মধুর কত যে সুর
সে ঝর্নার যদি হয় নির্বাসন
অকারন নেয় যদি সেই আসন
অন্ধ এ জীবন