Oshoni Shonket Lyrics

Oshoni Shonket Lyrics By warfaze

Title:Oshoni Shonket
Band:warfaze
Album:Oshamajik
 
জীবনের তাড়নায়
কৃত্রিম সুখের মায়ায়
খুজে ফিরি আঁধার গলিতে
কোন শিকার,লোভের নেশায়
মাকড়শার জালের মাঝে
অসহায় পোকারই মত
জড়িয়ে গিয়েছি বেড়াজালে 
কিভাবে কখন কোথায়
সোনালী স্মৃতির পাতা থেকে হায়…. হায় 
কোন প্রিয় মুখ,কোন প্রিয় সুর
ফিরে পেতে চাই 
স্বপ্নের সুখেরই প্রহর
আশ্রয়দাতা মুখোশধারী সমাজের প্রভুরা
অচেনা হয়ে যায়
খুঁজে ফেরে আইনের শিকল
খুঁজে ফেরে কত পরিচিত সাথী আমার
সর্বনাশা এক নেশা
চারিদিকে আজ আঁধার আর আঁধার
বেজে উঠে যেনো অশনি সংকেত 
চারিদিকে আজ আঁধার আর আঁধার
বিষাক্ত বাতাসে বিপদ কোন খেয়ালী নেশায়
বেলা শেষে কারি পথ প্রতিমা
পারো তো প্রাণ নিয়ে পালাও 
সর্বনাশা খেলায়
পরাজিত এই শেষ বেলায় 
ছুটে চলি আঁধার ঘেরা পথে
অজানায়,বাঁচার আশায়
 

 

Leave a Comment