Mostishker Ongar lyrics

Mostishker Ongar lyrics by Bay of Bengal

 

Title:Mostishker Ongar
Band:Bay Of Bengal
শরীরে মরুর বালি ওড়ে
শিরা থেকে শিরার ভেতরে
ছুঁড়ে দেয়া কাল জলের
শিখা
ছাঁই করে সবটাই পুড়ে
পুড়ে
ভস্ম তৃষ্নার্ত শরীরের
চোখ থেকেও নিংরে জল পরে
স্বাধীনতার দেয়াল
বিধ্বস্ত গোয়াল ঘরে
ডুঁকরে কাঁদে
তোমাদের মগজে
ডাস্টবিনের মাছি ওড়ে
ঝাঁকে ঝাঁকে
অলস মস্তিষ্কের
ঘূর্নিঝড়ে ।
আর কত উল্লাসে ছুঁড়বে
অগ্নিশিখা
পোড়াবে আমার শরীর?
পুড়ে দেখেছকি কখনো
নিজের আঙ্গুলের ডগা?
হৃদয়ে তোমার
কাপুরুষতার ভীড়!
যাব কি যাবনা মশাল
মিছিলে
পাথরের মত নায়িকারা বসে
অটুট হাসে
সমাধান আছে কি নেই
হাজার তর্ক আসে
বিবেক সব লুকিয়ে
বেড়াতেই ভালবাসে ।
ক্রীতদাশ সব ঘুড়ির
সুতোয় বাঁধা
ঘুড়ির রংটা কালো হলেও
সাদা
মৃত্যুর পেয়ালাটা
পূর্ন করবে জানি
অলিখিত অঙ্গারের
কাহিনী

Leave a Comment