Bisharoder Vire lyrics

Bisharoder Vire lyrics by Bay of Bengal

 

Title:Bisharoder Vire
Band:Bay Of Bengal
চারপাশে শিল্প বিশাদের
ভীর
সমালোচনার অপেক্ষায়
অধীর
নতুনের জয়গানে অস্থির
তারা
এগুবেই শিল্প তবু তাদের
ছাড়া
শিল্পকে বেঁধে রাখা কি
যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব
চল
আমার কথা কি তুমি
প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি
থাক
ভাল লাগা বা না লাগা বল
কিবা আসবে যাবে
আমাদের মাথার হাজার
পোকাগুলো
তোমার মাথা খাবে
বলবে কি এসব মানায়না এই
দেশে?
তুমি কি মেনেছ?
বলেবে এসব দেশকে দেবেনা
কিছুই
তুমি কি দিয়েছ?
শিল্পকে বেঁধে রাখা কি
যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব
চল
আমার কথা কি তুমি
প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি
থাক
শিল্পকে বেঁধে রাখা কি
যায় বল?
নতুনকে স্বাগত জানাই সব
চল
আমার কথা কি তুমি
প্রলাপ ভাব?
সমালোচকের দলেই তুমি
থাক

Leave a Comment