Ovishopto Shoishob lyrics

Ovishopto Shoishob lyrics by Bay of Bengal

 Title:Ovishopto Shoishob
Band:Bay  Of Bengal
নিয়ন আলোর মধ্য বৃত্তে
অন্তিম আধার খেলে
সমাধিত সব মূল্যবোধ।
কিসের আশায় উদ্ভাসিত
বিক্রিত চিত্তের
প্রলয়ে
ঝরে পরে মানবতাবোধ।
তুচ্ছ ছবি ক্ষোভের
দ্বারে
মুচকি হাসে নিয়তি
লজ্জিত বিবেক থিয়েটারে
ঝরে পড়া চোখের জ্যোতি
আহ্বানে সাড়া দেয়
রুদ্ধতাপের
সন্ধিক্ষণে
চেনা শৈশবের ছবি ছিড়ে
অজানার পথে
উদ্দেশহীন কোন তটে
কত লোভের তীব্র স্রোত
সূর্যে এসেও বাধা পড়ে
ইট কাঠের খোজার কারণে।
বয়ে চলে অভিশাপের নদী
অপেক্ষা ভাসিয়ে দেবার
মুঝে দিতে সভ্যতারই
মুখোশ
নিভৃতে চলতে থাকা
যে যাবে তাতে অস্থিরতা

Leave a Comment