Megher Gaan lyrics by Aurthohin
Title:Megher Gaan
Band:Aurthohin
Band:Aurthohin
যখন ঐ নীল আকাশটা ঘুমিয়ে পড়ে
তখন তোমার পথ চলা শুরু হয় যে
হেটে যাও তুমি মেঘের পথ ধরে
পুরোনো সেই স্মৃতি ফিরে পেতে
ছোট্ট বেলায় মেঘের সাথে খেলতে তুমি
সবুজ বন আজ কেন মরুভূমি
হয়তোবা কেও ডাকে তোমায় পেছোন থেকে
তোমার সব ব্যথাগুলো মুছে দিতে
সেতো কেঁদে যাবে বুকে নিয়ে শোক
তাই বলে অশ্রুসিক্ত কেন তোমার এ চোখ
চারিদিক আঁধার করে সেতো আসবে সেথায়
তাই বলে কেঁদো না তুমি তার কথায়
যখন ঐ নীল আকাশটা ঘুমিয়ে পড়ে
তখন তোমার পথ চলা শুরু হয় যে
হেটে যাও তুমি মেঘের পথ ধরে
পুরোনো সেই স্মৃতি ফিরে পেতে
সেতো কেঁদে যাবে বুকে নিয়ে শোক
তাই বলে অশ্রুসিক্ত কেন তোমার এ চোখ
তোমার মনেতো এখনো দুঃখেরই গান
তাইতো আমি গেয়ে যাই মেঘেরই গান