Shomoi lyrics

Shomoi lyrics by Aurthohin

Title:Shomoi
Band:Aurthohin
কতোটা সময় বয়ে যায়
নদীর স্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়
কতোটা সময় বয়ে যায়
নদীর স্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়
তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়
তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়
হৃদয়ের অগোচরে সরে গেছে সে বহুদূরে
চেনা মুখগুলো অচেনা এবার
হৃদয়ের অগোচরে সরে গেছে সে বহুদূরে
চেনা মুখগুলো অচেনা এবার
তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়
যতবার দেখি তোমায়
মনে হয় তুমি আছ আমার
তবু কেন দূরে যাবার ভয়
যতবার দেখি তোমায়
মনে হয় তুমি আছ আমার
তবু কেন দূরে যাবার ভয়
তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়
তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়
কতোটা সময় বয়ে যায়
নদীর স্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়
কতোটা সময় বয়ে যায়
নদীর স্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়

Leave a Comment