Guti lyrics by Aurthohin
Title:Guti
Band:Aurthohin
চেয়েছিলে সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিতে
ভেবেছিলে ভেঙে পরব আমি এই বাতাসে,
করেছিলে নতুন নতুন টালবাহানা
ভেবেছিলে আকাশটা তোমার শেষ সীমানা।
….হে হে আহা
চেয়েছিলে সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিতে
ভেবেছিলে ভেঙে পরব আমি এই বাতাসে,
করেছিলে নতুন নতুন টালবাহানা
ভেবেছিলে আকাশটা তোমার শেষ সীমানা।
হাসার চেষ্টা তোমার ফোকলা দাঁতে
দিনের পর যে আবার রাতই আসে,
আকাশটা যে এখন হাতের কাছে
গুটি চালতে এখন কেমন লাগে।
ভেবেছিলে ছিটকে পরব আমি বহুদূর
হারিয়ে যাবে আমার গানের কোথা সুর,
গিটারটা বাজবে না আর আগের মত
শুকোবে না আমার মনের এই ক্ষত।
হাসার চেষ্টা তোমার ফোকলা দাঁতে
দিনের পর যে আবার রাতই আসে,
আকাশটা যে এখন হাতের কাছে
গুটি চালতে এখন কেমন লাগে।
আমি তোমার প্রতি রাতের দুঃস্বপ্ন
থমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো,
গলায় তোমার আটকে যাওয়া ভয়ের কাটা
সেযে আমার গানের সুর গানের কথা।
মরিচ খেলেতো ঝাল লাগবেই
পেঁয়াজ কাটলেটতো কান্না পাবেই।
আকাশটা যে এখন পায়ের নীচে
গুটি চালতে এখন কেমন লাগে।
মরিচ খেলেতো ঝাল লাগবেই
পেঁয়াজ কাটলেটতো কান্না পাবেই।
আকাশটা যে এখন পায়ের নীচে
গুটি চালতে এখন কেমন লাগে