Khub Sohoje lyrics

Khub Sohoje lyrics by LRB

Title:Khub Sohoje
Band:LRB
 
খুব সহজেই
দুঃখ দাও তুমি
এই আমায়
সহজে আপন করে নাও ।।
এত সহজেই ভালবাস যদি
হয়ে যাব দুরের বিষাদী।।
তুমি যেন নিজের মত আস যাও
ডুবিয়ে অভিমানে নিমিষেই
বুকটা আমার কম-বেশী আবেগী
চায়নি কিছুই এভাবেই।
আবেগী বাতাস;এলোমোলো-ছুঁয়ে যায়
চুপি-চুপি সুখেরই আশায়
হিসেবি সুখে; একটু তুমি হাসলেই
কিছু যেন তবুও ফিরে পাই।
 

Leave a Comment