Jokhon Theme Jay Lyrics by LRB
Title:Jokhon Theme Jay
Band:LRB
যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরব আধার
আমি শুনেতে চাই
প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালবাসা
যখন প্রবল বৃষ্টিতে বসে পাশাপাশি
একজোড়া চড়ুই করে উঞ্চতা ভাগাভাগি
আমি দেখতে চাই
আবেগের রংধনু
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালবাসা
যখন ফুরিয়ে যায় সকল ব্যস্ততা
যখন মনের আঙিনা শুধু স্মৃতি ভরা
আমি পেতে চাই
নতুন জীবন
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে
কতটুকু ভালবাসা