Vober Deshe Lyrics

Vober Deshe Lyrics by LRB

Title:Vober Deshe
Band:LRB
 
ভবের দেশে গণ্ডগোল
ভালবাসার বিকিকিনি
মহাজনী বন্দরে
 
ভবের দেশে চলাচল
যদি লাগে বেসামাল
আত্মা শুদ্ধি করো
 
হৃদয় পোড়ে মোহের ছলে
অনুরাগের ছড়াছড়ি।
দিবা নিশি অন্তরে
 
পাপের কথা অন্য রকম
সময় সময় ছলনাময়ী।
অহঃদিন অহঃরাতে

 

Leave a Comment