Aushomapto lyrics By Aurthohin
Title:Aushomapto
Band:Aurthohin
Band:Aurthohin
তাকিয়ে থাকা শুণ্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভীড়ে
ওপাশের আলো ফাটল ধরায়
সব যুক্তিতে সব বিশ্বাসে
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর ক্লান্তি হারায়
অধিকার নিয়ে
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
পৃথিবীর সব ঘুম
আমার চোখের পাতায়
জড় হয় কিসের আশায়
জানা নেই আমার
আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার
শিকড় গড়ে আদরে
আমার অবশ শরীর ক্লান্তি হারায়
অধিকার নিয়ে
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
সব আলো নিভিয়ে দাও
ঘুমাবো আমি আলোর শেষে
জয় হোক ক্লান্তির
জয় হোক অবসাদের
তবুও আঁধার শেষে দেখা দেয় আলো
অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ