Hello Bangladesh lyrics

 Hello Bangladesh lyrics by Anjan Dttu

Title:Hello Bangladesh
Anjan Dutt

 
হ্যালো
আমায় শুনতে পারছো কি?
মনে আছে কি সেই টেলিফোনের গান?
চলো হয়ে যাক গানে গানে একাকার আবার
তোমার আমার আসমান।
এই দূরাভাষে বারবার ফিরে ফিরে আসা
এ কী অদ্ভুত ভালোবাসার টান।
চলো হয়ে যাক এই রাত তোমার আমার
আবার নতুন একটা গান।
হ্যালো, বন্ধু আমার
এই দূরে দূরে থাকা হোক শেষ
গানে গানে কেটে যাবে আরো একটা রাত
হ্যালো, হ্যালো বাংলাদেশ।
আমার শহরের ছোটোখাটো ব্যথা নিয়ে
আমার সাদামাটা গান
মালা, বেলা বোসের কান্নার সুর
ছোটোখাটো মান অভিমান।
আজ তোমার শহরের নিয়ন আলোর ব্যথা
শুনতে যে চায় এ মন
যানি তোমার ঘরেও লুকিয়ে কাঁদছে কত
সাবিনা কী রুবিনা খাতুন
হ্যালো, বন্ধু আমার
এই দূরে দূরে থাকা হোক শেষ
গানে গানে কেটে যাবে আরো একটা রাত
হ্যালো, হ্যালো বাংলাদেশ।
ঝাপসা হয়ে গেছে শহর দুজনার
এখন রাত বারোটা।
লুকিয়ে কাঁদছে লুকিয়ে কলকাতা এখনো
কাঁদছে কি তোমার ঢাকা?
চলো কান্নায় বয়ে গিয়ে খুঁজে পাই আমাদের
হারিয়ে যাওয়া পরিচয়।
দুটো শহরতো আলাদা হতেই পারে,
তুমি আমি আলাদাতো নয়।
হ্যালো,
বন্ধু আমার
দূরে দূরে থাকা হোক শেষ
গানে গানে কেটে যাবে আরো একটা রাত
হ্যালো, হ্যালো বাংলাদেশ।
 

Artcell all song lyrics

Hello Bangladesh lyrics by Anjan Dttu

Leave a Comment