Neela lyrics

 Neela lyrics by Anjan Dtta

Title:Neela
Anjan Dutt

 
নীলা তুমি ছলছল চোখে কেন কল তলাতে
একা একা দাঁড়িয়ে
ধুম করে নোনা ধরা দরজাটা
কেন তুমি বন্ধ করে দিলে
হাতে ওই খোলা শিশিটাকে তুমি কেন
রয়েছো আঁকড়ে ধরে
নীলা তুমি ছলছল চোখে কেন কল তলাতে
নীলা তুমি ছলছল চোখে কেন কল তলাতে
একা একা দাঁড়িয়ে
ধুম করে নোনা ধরা দরজাটা
কেন তুমি বন্ধ করে দিলে
হাতে ওই খোলা শিশিটাকে তুমি কেন
রয়েছো আঁকড়ে ধরে
নীলা তুমি ছলছল চোখে কেন কল তলাতে
সৌমি তুমি কেন গায়ে কেরোসিন মেখে
বসে এই রান্না ঘরে
শুনতে কি পারছো না দুপুরের কোকিলটা
ডাকছে অনেক্ষণ ধরে
জানলার বাইরে হলদে আকাশটা
তোমার অপেক্ষায় হাতছানি দিয়ে যায়
এখনো কি কেরোসিন মেখে সেই রান্না ঘরে
কালকের সকালের পত্রিকায়
তোমার নামতো ছাপা হবে না
তোমার এই চুপি চুপি প্রতিবাদে
কারো কিছুই এসে যাবে না
কালকের সকালের পত্রিকায়
তোমার নামতো ছাপা হবে না
তোমার এই চুপি চুপি প্রতিবাদে
কারো কিছু এসে যাবে না
যদি চার দেয়ালের এই গন্ডিটা পেরিয়ে
চলে যেতে পারো তুমি যেতে পারো বেরিয়ে
ব্লাউজে কলম আর উদ্ধত মাথা নিয়ে
বুক ভরা দম নিয়ে পালাবে কি থাকবে
এখনো ছলছল চোখে সেই কল তলাতে
সাবিনা শশুর বাড়ি থেকে পাড়ি দিয়ে
শালোয়ার সেলাই করে খায়
পারভীন প্রথম আলোর পাতায়
লিখে তার খরচা যোগায়
পণ দিয়ে ঘর কিনে বর কিনে লাঞ্ছনা
সহ্য করেনি যেন অনেক রুবিনা
এখনো কি ছলছল চোখে সেই কল তলাতে
নীলা তুমি ছলছল চোখে কেন কল তলাতে
একা একা দাঁড়িয়ে
ধুম করে নোনা ধরা দরজাটা
কেন তুমি বন্ধ করে দিলে
হাতে ওই খোলা শিশিটাকে তুমি কেন
রয়েছো আঁকড়ে ধরে
এখনো কি ছলছল চোখে সেই কল তলাতে।

 

Leave a Comment