Dhaka 1215 lyrics

 Dhaka 1215 lyrics by Anjan Dttu

Title:Dhaka 1215
Anjan Dutt
 
1215
402 গ্রিন রোড
ঢাকা 1215
লিখে লিখে হাত মন
পেন ভেংগে গেছে,
কোনো উত্তর আসেনি কো হায়
402
গ্রিন রোড, একষট্টিটা চিঠি
কত ঈদ বড় দিন এলো চলে গেলো,
কোনো উত্তর আসেনি
জয়ি জয়ি জয়ি জয়িতা
আসমান জয়িতা
জয়ি জয়ি জয়ি জয়িতা
ঢাকা 1215
মনে পড়ে সেই নিউমার্কেটের হঠাৎ বেমক্কা
ধাক্কা লেগে পড়ে যায় সব কেনা কাটা তুমি আর তোমার মা।
ট্যাক্সি ডেকে দিয়ে ঠিকানার লেনদেন বাংগালী লৌকিকতা,
মিষ্টি হেসে তুমি চলে গেল লিখে দিয়ে
চিরকুটে ঠিকানা,
জয়ি জয়ি জয়ি জয়িতা
আসমান জয়িতা
Dhaka 1215
402 গ্রিন রোড
আদৌও কি আছে কোথাও
পার্ট ওয়ানে ফেল করে যাব আমি ঠিক
উত্তর যদি না দাও
হয়ত তোমার আছে বন্ধু অনেক সারা বাংলাদেশে ছড়িয়ে
তবে এইভাবে কেউ মনে রাখবে না যেন সীমান্তের বেড়া পেরিয়ে
আছে পাসপোর্ট আর চেক ভিসার হ্যাপার
ডলারের সমস্যা
তবু মনে মনে চলে তুমি আসতেই পারো আমাদের কলকাতা
 

Leave a Comment