Title:Ahoban
Band:Mechanix
Ahoban lyrics
জীবনে চলার পথে পাবে কষ্ট
হবে ভয়
তবুও হার মানা নয়
যেতে হবে বহুদূর
যদি থাকে বিশ্বাস উপর নিঃশ্বাসে
খুঁজে পাবে পথ তোমার সৃষ্টিতে
এ আমার আহবান!
এ পথ হারাবার নেই কোনো ভঁয়
না জেনেও আমার ঠিকানা
এ পথ চলেছি একা নিজের ছায়ায়
হবে কি সাথী মোর পথচলায়?
চলো না হারিয়ে যাই মহাকালের
বিজয়ের গানে শৃংখলহীন পথে
আমার আহবান রেখে যায় কোন পুরনো
গান নতুন সুরে নতুন কেতনে
এ পথ হারাবার নেই কোনো ভঁয়
না জেনেও আমার ঠিকানা
এ পথ চলেছি একা নিজের ছায়ায়
হবে কি সাথী মোর পথচলায়?
তবু দেখো নই আমি পরাজিত
চলেছি সূর্যের পানে হয়ে অপরাজেয়(২)
যদি কখনো আমি হারিয়ে যাই মহাকালে
মনে রেখো তুমি এ গান সময়ের আহবানে
চলো না হারিয়ে যাই মহাকালের
বিজয়ের গানে শৃংখলহীন পথে
আমার আহবান রেখে যায় কোন পুরনো
গান নতুন সুরে নতুন কেতনে।