Dur Theke lyrics by Aurthohin
Title:Dur Theke
Band:Aurthohin
অরুনদয়ের অগ্নি সাক্ষী তুমি
নরম ঘাসের পেলবতা
সদ্য ফোটা গোলাপ কলির মত
কোমল তোমার সজীবতা
তুমি যেন মোমের মূর্তি হয়ে
রয়েছ আমার এ হৃদয়ে
ছুয়ে দেখতেও দ্বিধা হয় তোমায়
যদি ভেঙে যাও সেই ভয়ে
ইচ্ছে করে শুধু দেখি
তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটি রঙে
সাজিয়ে নেই আপন করে
শুধু দূর থেকে
দূর থেকে
সাগরের নীল জলের মত
প্রশান্তময়ী মুগ্ধবী
যেন পটে আঁকা বিমুক্ত শিল্পে
তুমি অনন্যা প্রিয়দর্শিনী
ইচ্ছে করে শুধু দেখি
তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটি রঙে
সাজিয়ে নেই আপন করে
শুধু দূর থেকে
দূর থেকে
প্রতিমার ছবি হয়ে তুমি
অধরা আমার কাছে
দেবী হয়ে এসেছ তুমি
কেড়েছ আমার হৃদয়টাকে
ইচ্ছে করে শুধু দেখি
তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটি রঙে
সাজিয়ে নেই আপন করে
ইচ্ছে করে শুধু দেখি
তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটি রঙে
সাজিয়ে নেই আপন করে
ইচ্ছে করে শুধু দেখি
তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটি রঙে
সাজিয়ে নেই আপন করে