Ghum Bhanga Shohore lyrics

Ghum Bhanga Shohore lyrics by LRB

Title:Ghum Bhanga Shohore
Band:LRB
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা একরাতে।
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে সুখের ছবি আঁকে,
আহা কি যে সুখ।
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা একরাতে
স্বপ্নরা হারিয়ে যায় সময়ের সাগরে
ব্যথার আবীরে কবিতা আঁধারে হারায়
ভাবনার ফুল ঝরে ঝরে আর আহা
জীবনের গান হয়না সুরে গাওয়া।
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা একরাতে
ছবি সব বিমূর্ত হয় যায় না বোঝা যায় না
আশার ঝর্ণা পায়না সুখের ঠিকানা
হতাশা শুধু সাথী হয়ে যায় আহা
সেই কিশোর এবার জীবন ছেড়ে পালায়।
একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা একরাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ।
একদিন     ও ও ও আ আ।

Leave a Comment