Ek Cup Chaa Lyrics

Ek Cup Chaa Lyrics by LRB

Title:Ek Cup Chaa
Band:LRB
শয্যায় এলোমেলো জেগে ওঠা প্রভা
ক্লান্তির গুঞ্জনে এক কাপ চা
বিষণ্ণ গাঢ় রাত ভরা নীলিমা
অপাঙ্গ দেহ সুখে
এক কাপ চা, এক কাপ চা
এক কাপ চা, এক কাপ চা
উসকো খুসকো মনে ভেজা কুয়াশা
কবিতার বই খুলে এক কাপ চা
আধারীর কালো জলে যুগল ছায়া
নিদে ভেজা আঁখি খুলে
এক কাপ চা, এক কাপ চা,
এক কাপ চা, এক কাপ চা
শ্রাবণ বরষা মনে রৌদ্র আশা
স্বপ্ন পেয়ালা ভরা এক কাপ চা
মগ্ন চেতন মাঝে যখনই দুরাশা
ব্যাকুল এই আমি চাই
এক কাপ চা এক কাপ চা
এক কাপ চা এক কাপ চা
 

Leave a Comment