Dhakar Shondha lyrics

Dhakar Shondha lyrics by LRB

Title:Dhakar Shondha
Band:LRB
 
বস্তিবাসী এক মায়ের মেয়ে
রংচং মেখে চায় সুন্দরী হতে,
কিছু পরেই নেমে যাবে জীবনের খোঁজে
আঁধার জগত সব অলিগলি ঘুরে।
 
হতে পারে নাম তার চন্দ্রা
হতে পারে নাম তার চন্দ্রা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা।
 
ডাস্টবিনে খুঁজে ফেরে ছোট এক ছেলে
ফেলে দেয়া খাবারের যদি কিছু মেলে
শীতে বৃষ্টিতে ফুটপাথে শুয়ে
আসে না যে চোখে তার তন্দ্রা।
 
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা।
 
ছুটছে সবাই শুধু টাকার পেছনে
টাকা দিয়ে সুখ যদি নেয়া যায় কিনে
সংসারে সুখ আসার আগেই
নেমে আসে চোখে চিরনিদ্রা
 
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা।
 
বস্তিবাসী এক মায়ের মেয়ে
রংচং মেখে চায় সুন্দরী হতে,
কিছু পরেই নেমে যাবে জীবনের খোঁজে
আঁধার জগত সব অলিগলি ঘুরে।
 
হতে পারে নাম তার চন্দ্রা
হতে পারে নাম তার চন্দ্রা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা।

 

Leave a Comment