Title:Elomelo
Band:Vikings
Band:Vikings
তুমি আজ এলে না
সময় ছিল সকাল
সন্ধ্যা তুমি আজ বললে না
যা ছিল কথা আমায় বলার
তুমি হারিয়ে যাবে বলে
আমিও কি পারব না হারাতে
তুমি হারিয়ে যাবে বলে
আমিও কি পারব না হারাতে
তোমার মাঝে
আমার স্বপ্নে আছে
শুধু এক অন্তহীন বেদনা
আমার স্বপ্নে আছে
শুধু এক অন্তহীন বেদনা
আমি জানি তোমায় আমি পাবো না
আমি জানি তোমায় আমি পাবো না
তুমি হারিয়ে যাবে বলে
আমিও কি পারব না হারাতে
তুমি হারিয়ে যাবে বলে
আমিও কি পারব না হারাতে
তোমার মাঝে
তুমি যখন থাকো আমার পাশে
জোছনা তখন ঝড়ে চারিদিকে
তুমি যখন থাকো আমার পাশে
জোছনা তখন ঝড়ে চারিদিকে
তুমি আছো বলেই
এই আমার বেঁচে থাকা
তুমি আছো বলেই
এই আমার বেঁচে থাকা
তুমি হারিয়ে যাবে বলে
আমিও কি পারব না হারাতে
তুমি হারিয়ে যাবে বলে
আমিও কি পারব না হারাতে
তোমার মাঝে