Title:27 January
Band:Vikings
Band:Vikings
সুদূরে চেনা পথ ঢেকে যায় আধার এ
একাকী নিভৃতে থেমে যায় নিরবে।
সময় তোমার আশায় দীর্ঘ একা দাঁড়ায়।
একাকী একা পথে ঠিকানা কি জানি না
অজানা মেঘে ভাসি তোমার সৃত্মি
ফিরে ফিরে নামে আমায় ঘিরে স্তব্ধতা
ফিরে ফিরে দেখি পেছনেরি অবহেলা হারানো দিন।
কতপথ ছুটোছুটি আবেগে মাতামাতি।
একাকী একা পথে ঠিকানা কি জানি না
অজানা মেঘে ভাসি তোমার সৃত্মি
ভেসে ভেসে আসে পরিচিতা চেনা সুবাস অবেলায়।
খুজে খুজে ফিরি দিনের আলো রাতের মাঝে অযথা।