Title:Jiboner Kolahol
Band:Vikings
নীরব রাতের মত শান্ত নয়
ঘুমিয়ে পড়া কোন পথিকের মত
মিথ্যে কুয়াশায় ঢেকে থাকা কোন অজানা নয়
নীরব রাতের মত শান্ত নয়
ঘুমিয়ে পড়া কোন পথিকের মত
মিথ্যে কুয়াশায় ঢেকে থাকা কোন অজানা নয়
কিছুটা প্রেমময়, বাকিটা অভিনয়
জীবন যেন ভালবাসার কোলাহল
জীবন যেন ভাললাগাই অবিচল
জীবন যেন ভালবাসার কোলাহল
জীবন যেন ভাললাগাই অবিচল
জীবন
ঝড়ের আকাশের মতো রুক্ষ নয়
ফিরে আসা কোন ব্যর্থতার মত
শুধু হতাশায় উড়ে চলা কোন পাখি নয়
বেদনার মত এত স্তব্ধ নয়
হারানো প্রিয়ার ছলনার মত
দিক হারানো বয়ে চলা কোন তরী নয়
কিছুটা পরিণয়, বাকিটা প্রেমময়
জীবন যেন ভালবাসার কোলাহল
জীবন যেন ভাললাগাই অবিচল
জীবন যেন ভালবাসার কোলাহল
জীবন যেন ভাললাগাই অবিচল
জীবন
আঁধারের মতো এত জীর্ণ নয়
ঘৃণার চাদরে ঢাকা আবেগের মতো
নিঃসঙ্গতায় এগিয়ে চলা কোন পথ নয়
ঝড়ো বাতাসে ওরা পাতা নয়
মরুভূমির চোরাবালিতে মরুপথিকের
ডুবে যাওয়া কোন আশা নয়
কিছুটা প্রেমময়, কিছুটা অভিনয়
জীবন যেন ভালবাসার কোলাহল
জীবন যেন ভাললাগাই অবিচল
জীবন যেন ভালবাসার কোলাহল
জীবন যেন ভাললাগাই অবিচল
জীবন