Chole Gele lyrics

Chole

Gele lyrics by Aurthohin

Chole Gele lyrics by Aurthohin

Title:Chole Gele
Band:Aurthohin
চলে গেলে তুমি মিথ্যে বলে আমায় একা ফেলে
ভেবেছিলে আমি ধ্বংস হবো কষ্ট আর অভিমানে
চলে গেলে বড় অসময়ে ভেবে নিঃশেষ আমাকে
সুসময় তখনো আসতে বাকি তা তুমি জানলে কিভাবে?
কষ্টের সাধ্য কি আমার অশ্রু ঝরাবে
দুঃসময়ের সাধ্য কি আমায় কষ্টে ভাসাবে
আমি শক্ত হাতে জীবন-তরীর ওই হাল ধরেছি
দেখো তোমাকে ছাড়াও একাকী পথ ধরে এগিয়ে চলেছি
দুঃসময়ের ঘণ্টাধ্বনি শুনে আর্তনাদ করে কেঁদেছি
আমি অনুনয় বুকে নিয়ে আর ধু ধু চোখ মেলে
তোমাকেই পাশে চেয়েছি
সুসময়ের স্বপ্ন নিয়ে তুমি ডানা মেলেছিলে দূর আকাশে
কষ্টের সাধ্য কি আমার অশ্রু ঝরাবে
দুঃসময়ের সাধ্য কি আমায় কষ্টে ভাসাবে
আমি শক্ত হাতে জীবন-তরীর ওই হাল ধরেছি
দেখো তোমাকে ছাড়াও একাকী পথ ধরে এগিয়ে চলেছি
কষ্টের সাধ্য কি আমার অশ্রু ঝরাবে
দুঃসময়ের সাধ্য কি আমায় কষ্টে ভাসাবে
আমি শক্ত হাতে জীবন-তরীর ওই হাল ধরেছি
দেখো তোমাকে ছাড়াও একাকী পথ ধরে এগিয়ে চলেছি

Leave a Comment