Title:Chokhe Chokh
Band:Shohojia
Band:Shohojia
Chokhe Chokh lyrics
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
পাওয়া না-পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল-টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল-টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
ভাল্লাগে না, থাক আজ বাড়ি ফেরা
তোমাকে রেখে ফিরে যাওয়া
পাওয়া না-পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
অ্যাই, কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই-সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই-সুতা হেঁটে…